-
-
-
-
-
- বেলকুচি কলেজ রোভার স্কাউট দল
- প্রতিষ্ঠিত : ১৯৮৫
- পরিচালক/শিক্ষক : মোঃ মজনু মিয়া, এম. এস-সি (পরিসংখ্যান), আর. এস. এল.
- বেলকুচি কলেজ রোভার স্কাউট দল
-
-
-
-
-
-
-
-
-
- ব্যবহার্য্য সরঞ্জামের বিবরণ : তাঁবু, গ্রাউন্ডসীট, ফাস্ট এইড বক্স, স্কাউট পতাকা, স্কাউট পোশাক, স্কার্ফ, কম্পাস, ক্লীপবোর্ড, বই-পুস্তুক, খাতা-কলম, রানার সরঞ্জামাদি, দা, কুড়াল, কোদাল, শাবল, খন্তা, জুড়ি, কাস্তে, নিড়ানি ইত্যাদি।
- উল্লেখযোগ্য রোভার মুটে অংশগ্রহন :
-
-
-
-
(ক) ৬ষ্ঠ জাতীয় রোভার মুট – ১৯৯৩ চট্রগ্রাম।
(খ) ৯ম এশিয়া প্যাসিফিক/৭ম জাতীয় রোভারমুট – ১৯৯৭ লাক্কাতুরা চা বাগান, সিলেট।
(গ) ৩য় জাতীয় কমডেকা/৮ম জাতীয় রোভারমুট- ২০০২।
(ঘ) ৪র্থ জাতীয় কমডেকা – ২০০৭, কক্সেস বাজার।
(ঙ) ১৭তম আঞ্চলিক রোভারমুট – ২০১১, বাহাদুরপুর রোভার পল্লী-গাজীপুর।
(চ) ৫ম জাতীয় কমডেকা/১০ম জাতীয় রোভারমুট – ২০১৩, দেবীগঞ্জ, পঞ্চগড়।
-
-
-
-
-
- সাফল্য :
-
-
-
-
(ক) জাতীয় মান অর্জন – ৪র্থ জাতীয় কমডেকা – ২০০৭, কক্সেস বাজার।
(খ) প্রথম স্থান – ১৭তম আঞ্চলিক রোভারমুট – ২০১১, বাহাদুরপুর রোভার পল্লী-গাজীপুর।
(গ) প্রথম স্থান – ৫ম জাতীয় কমডেকা/১০ম জাতীয় রোভারমুট – ২০১৩, দেবীগঞ্জ, পঞ্চগড়।
-
-
-
-
-
- জন কল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহন :
-
-
-
-
(ক) বিভিন্ন সমাজ সেবা ও উন্নয়নমূলক কর্শকান্ড যেমন- রাস্তা সংস্কার, সেনিটেশন, চক্ষুশিবির, সেচ্ছায় রক্তদান, প্রাথমিক স্বাস্থ্য সচেতন করা, ঝড়-ঝঞ্জা
ও অতি বন্যায় ত্রাণ বিতরণ, হজ্জ ক্যাম্পে সম্মানিত হজ্জ যাত্রীদের সেবা দান।
(খ) বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপন ও গণ সচেতনতায় উদ্বুদ্ধ করণ, রালীতে অংশগ্রহন ও ধর্মীয় কার্যাদি যথাযথভাবে পালন।